গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হকের বাড়ি ভূঁইয়া সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে। তিনি চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মো. তোফাজ্জেল হক জানান, নিহত আজিজুল হক ভূঁইয়া ভ্যানে পাট কিনতে বাড়ি থেকে ফুকরা বাজারে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি মহাসড়কের ফুকরা এলাকায় পৌঁছালে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে আজিজুল হক গুরুতর আহত হন।
তিনি জানান, পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের আবেদনে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।