গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পোনা আরাবিয়া শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পূণর্মিলনী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত।
মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) সকাল ০৯ টায় থেকে পোনা আরাবিয়া শামছুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মওলানা আহ্সানুল্লাহ্ সভাপতিত্বে ও মওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় পোনা আরাবিয়া শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পূণর্মিলনী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ড এর মহাসচিব শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লাম মাহ্ফুজল হক ( দাঃ বাঃ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ উবায়দুর রহমান হুযাইফী (দাঃবাঃ) এবং বিশেষ অতিথি শায়খুল হাদীস আল্লামা খালিদ সাইফুল্লাহ (দাঃবাঃ)।
এবং আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাফেজ মাওঃ মোর্তজা হাসান (দাঃবাঃ) সাহেবজাদা, কাশিয়ানী হুজুর (রহঃ), হাফেজ মাওঃ আব্দুল্লাহ (দাবর),মাওঃ নেয়ামতুল্লাহ্ আল-ফরিদী, মুফতী শুয়াইব ইবরাহীম (দাঃবাঃ),মুফতি শিহাবুদ্দিন কাছেমী (দাঃবাঃ), মাওঃ আবু ওবায়দা র মুহতামিম, হাফেজ মাওঃ মহিউদ্দিন কাসেম (রঃ),মাওঃ হাফিজুর রহমান (দাঃ),আল্লামা নূরুল হক সাহেব (দাঃবাঃ), মাওঃ মোল্লা খালেদ সাইফুল্লাহ্ রহমানী (দায়াঃ), আল্লামা শাহ্ আকরাম আলী সাহেব,আলহাজ্ব মুনশী ওয়াহিদুজ্জামান, মাওঃ আমানুল্লাহ্, মাওঃ মিরাজুল ইসলাম প্রমূখ।