1. admin@ammarpluspnewschannel.com : admin :
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয় পার্টিতে যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় পার্টিতে যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী
কুড়িগ্রামে জাতীয় পার্টিতে যোগ দিলেন নাগেশ্বরী বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী। শনিবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।

জানা যায়, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির দুর্গ বলে পরিচিতি নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন। এদিন ঐ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টির পক্ষ থেকেও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষ আগে থেকেই জাতীয় পার্টির উপর আস্থাশীল। এছাড়া আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগদান করছে।

এসময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, কচাকাটা থানা জাপা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Ammar Plus P news Channel
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!